সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কবি-লেখক ও সাংবাদিকদের (এসবিএসপি) সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কৃত দিয়ে আসছে। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়। সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার ঘোষণার আগে (এসবিএসপি) প্রেসিডিয়াম কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সাথে আলোচনা করে নাম ঘোষণা করা হয়।
সোনার বাংলা সাহিত্য পরিষদ গত ছয় বছর ধরে লেখকদের পুরস্কৃত করে আসছে। ইতিমধ্যে যাদের বিভিন্ন শাখায় অর্থ পুরস্কার ও সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে, তারা হলেন।